Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা মৎস্য কর্মকর্তার বার্তা


   বার্তা

বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটে মৎস্য সেক্টরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সরকারও এ খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করছে।

মদন উপজেলা নেত্রকোণা জেলার হাওর বেষ্টিত অন্যতম একটি উপজেলা। এটি দেশীয় প্রজাতির মৎস্য সম্পদে পরিপূর্ণ একটি উপজেলা। এখানে ৫ টি হাওর, ১০টি নদী, ৪৩ টি বিল, ২০টি খাল এবং ছোট বড় মিলে ৬৮ টি জলমহাল রয়েছে। এই উপজেলায় বার্ষিক ৪৫৪৭ মে.ট. চাহিদার বিপরীতে 5991 মে.ট. মাছ উৎপাদিত হয়। মদন উপজেলার জলমহাল গুলোর সঠিক ব্যবহার এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ বৃদ্ধি তে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা ব্যক্ত করি।

সমন্বিত উদ্দোগের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, স্বনির্ভর, আত্মনির্ভরশীল  মদন উপজেলা গড়ে তোলাই আমদের লক্ষ্য। 



উপজেলা মৎস্য অফিসার

মদন, নেত্রকোনা।